Khoborerchokh logo

পলাশবাড়ীর হোসেনপুরের বিভিন্ন রাস্তার প্রায় ১৭৩৮টি গাছ অবৈধভাবে কর্তন 601 0

Khoborerchokh logo

খবরের সময় ডেস্ক



শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: 
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রশাসনের অনুমতি ছাড়াই ২নং হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর নির্দেশে তার সাঙ্গ-পাঙ্গদের দ্বারা ২০১৮ সালে ইউনিয়নের বিভিন্ন রাস্তার দুই পার্শ্বের প্রায় ১৭৩৮টি ইউক্লিপটার্স গাছ অবৈধভাবে কর্তন করে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষাধিক টাকা। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত। এব্যাপারে এলাকার সচেতন যুবক কাজী নজরুল ইসলাম সেলিম অবৈধভাবে গাছ কর্তনের বিষয়ে ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ইউপি সদস্য পল্লব মিয়া ও ইউপি সদস্যা শাপলা বেগমের স্বামী শরিফুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে অভিযুক্ত করে গাছ কর্তনের ফুটেজ সহ বিগত ১১-১০-২০১৮ তারিখে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন-কে তদন্তভার অর্পন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রথমে সরকারী সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসেনপুর-কে সরেজমিনে তদন্ত কার্য পরিচালনা করার নির্দেশ দেন। তাহারা সরেজমিনে তদন্ত করিয়া ঘটনার সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি)-কে অবগত করেন। পরবর্তীতে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন ৩১.৫৫.৩২৬৭.০০০.০১.০০১.১৯-৩৯(৬) স্মারকের আলোকে ২১-০১-২০১৯ তারিখে বাদী ও বিবাদীগণকে উপজেলা ভূমি অফিসে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। বাদী ও বিবাদীর স্বাক্ষ্য প্রমাণে সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নিজেই সর্বশেষ ০৬-০১-২০১৯ তারিখে সরেজমিনে তদন্ত কার্য পরিচালনা করেন। তিনি তদন্ত শেষে ০৬-০১-২০১৯ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৩১.৫৫.৩২৬৭.০০০.০১.০০১.১৯-১৩২(২) স্মারকের আলোকে ০৭-০১-২০১৯ তারিখে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘ ১ বৎসর অতিবাহিত হলেও অদৃশ্য কারণে কোন আইনী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এতে করে বাদী সহ এলাকার সচেতন মহলের মধ্যে নানা গুঞ্জন ওঠে। এ বিষয়ে কাজী নজরুল ইসলাম সেলিমের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ দায়েরের পরে থেকেই বিবাদীগণ আমাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। অবৈধভাবে গাছ কর্তনের বিষয়ে পদক্ষেপ  নিতে বাদী কাজী নজরুল ইসলাম সেলিম সহ এলাকার সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com